Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ কাবাডি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল রাতে পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালে স্বাগতিকরা দু’টি লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। প্রথমার্ধে ১৮-১০ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দু’টি লোনা আদায় করে নিয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় তারা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের আরদুজ্জামান মুন্সি। টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন স্বাগতিক অধিনায়ক তুহিন তরফদার। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে একে একে শ্রীলঙ্কা, নেপাল, পোল্যান্ড ও কেনিয়াকে হারিয়েছিল। শিরোপা জিতে বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তিন মহাদেশের দেশ অংশ নিয়েছিল টুর্নামেন্টে। আমরা একে একে সবাইকে হারিয়েছি।’
বাংলাদেশের কোচ সাজুরাম গয়াত বলেন, ‘সেরা দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের মর্যাদা তারা দিয়েছে। আশাকরি ভবিষ্যতে বাংলাদেশ দল তাদের হারানো গৌরব ফিরে পাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ