Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ কাবাডি-ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগের দিন ঢাকায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক তার পর দিনই বিশ্বকাপ কাবাডিতে ইংলিশদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলো বাংলাদেশ কাবাডি দল। গতকাল ভারতের আহমেদাবাদে বিশ্বকাপ কাবাডিতে নিজেদেও প্রথম ম্যাচে বাংলাদেশ তিনটি লোনা সহ ৫২-১৮ পয়েন্টে হারায় ইংল্যান্ডকে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় লাল-সবুজরা। যার ফলে তারা প্রথমার্ধে ২৩-৯ পয়েন্টে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধেও ধারা অব্যহত রাখলে ইংল্যান্ড আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।
প্রথম ম্যাচে দাপুটে জয়ে ৫ পয়েন্ট পেয়ে আপাতত ‘এ’ গ্রæপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তারা নিজেদেও প্রথম ম্যাচে ৩৪-৩২ পয়েন্টে শক্তিশালী ভারতকে হারিয়ে চমক উপহার দেয়। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ কাবাডি-ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ