Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:৪৮ পিএম

নেছারাবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মিজানুর রহমান সিকদার(৪০) ওরফে হাতকাটা মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

মিজান উপজেলার আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে। সে পেশায় নামমাত্র একজন কাঠ ব্যবসায়ী। মিজান উপজেলা বিএনপি দলের গুরুপ্তপূর্ন কোন পদে না থাকলেও তিনি সরকারের বিরুদ্ধে সর্বদা উস্কানিমুলক ফেসবুক পোস্ট দিতেন নিজের আইডিতে। তার অব্যাহত বিকৃত পোষ্টগুলো স্থানীয়দের নজরে আসলে তা প্রশাসনকে জানানো হয়। পুলিশ খবর পেয়ে ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, আসামী মিজান পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১,২)/২৯(১,২)/ ৩১(১,২) ধারায় তার বিরুদ্ধে মামলা রজু করা করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ