Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব শাসনে সর্বশেষ পরিবর্তন নিশ্চিত করেছে চীন

আমেরিকার ক্ষমতা বিভ্রম- শেষ পর্ব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

চীনের উন্নয়ন প্রকল্পটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে অভিহিত, যা ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের মাধ্যমে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপর সমন্বয়ে গঠিত এ ‘ওয়ার্ল্ড আইল্যান্ড’ বা বিশ^দ্বীপকে অর্থনৈতিকভাবে সংহত করার একটি বিশাল প্রচেষ্টা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিধ্বস্ত ইউরোপকে পুনর্গঠন করা বিখ্যাত মার্কিন মার্শাল পরিকল্পনার থেকেও দশগুণ বেশি বিনিয়োগ।

বেইজিং ১শ’ বিলিয়ন ডলার মূলধন এবং ১শ’ ৩টি সদস্য দেশসহ এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি চীন ১৪টি এশিয়া-প্যাসিফিক অংশীদারের সাথে বিশ্বের বৃহত্তম বাণিজ্য বøক গঠন করেছে এবং ওয়াশিংটনের কঠোর আপত্তি সত্তে¡ও ইউরোপীয় ইউনিয়নের সাথে উচ্চাভিলাষী আর্থিক পরিষেবা চুক্তিতে স্বাক্ষর করেছে। এ ধরনের বিনিয়োগের প্রায় কোনোটিই সামরিক প্রকৃতির নয় এবং দ্রæতই পূর্ব এশিয়া থেকে ইউরোপ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক পর্যন্ত রেলপথ এবং গ্যাস পাইপলাইনগুলোর আন্তঃমহাদেশীয় অন্তর্জাল তৈরি করেছে, যা সম্পূর্ণভাবে বেইজিংয়ের সাথে সংযুক্ত।

১৬শ’ শতাব্দীর ৫০টি সুরক্ষিত পর্তুগিজ বন্দরের পাশাপাশি বেইজিং সমান্তরালভাবে ঋণ এবং লিজের মাধ্যমে মালাক্কা প্রণালী থেকে ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকার চারপাশে এবং গ্রিসের পিরাওই থেকে বেলজিয়ামের জিবারুখা পর্যন্ত ইউরোপের বর্ধিত উপক‚লরেখা বরাবর বিশ্বদ্বীপ ঘিরে থাকা অন্তর্ভুক্ত ৪০টিরও বেশি সমুদ্র বন্দরে বিশেষ অধিকার হস্তগত করেছে। দেশটি তার ক্রমবর্ধমান ধনসম্পদ দিয়ে বøু ওয়াটার নৌবাহিনীও তৈরি করেছে, যাদের ২০২০ সালের মধ্যে ৩শ’ ৬০টি যুদ্ধজাহাজ ভ‚মিভিত্তিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান এবং পৃথিবীর দ্বিতীয় সামরিক উপগ্রহের গ্রহ ব্যবস্থা দ্বারা সজ্জিত করা হয়। এ ক্রমবর্ধমান শক্তি এশিয়ার ঘেরাও করে থাকা ওয়াশিংটনের বলয়কে ভেদ করা চীনের বর্শা স্বরূপ।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান স্থাপনাগুলোর নেটওয়ার্ক ভেঙে দেয়ার জন্য বেইজিং দক্ষিণ চীন সাগরের ছোট ছোট (প্রায়শই খননকৃত) দ্বীপগুলিতে ৮টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং পূর্ব চীন সাগরের একটি অংশের উপর একটি বিমান প্রতিরক্ষা অঞ্চল আরোপ করেছে।

দেশটি পূর্ব আফ্রিকার জিবুতিতে প্রথম বিদেশী ঘাঁটি স্থপন করেছে এবং পাকিস্তানের গোয়াদর ও শ্রীলঙ্কার হাম্বানটোটায় আধুনিক বন্দর নির্মাণ করে সম্ভাব্য সামরিক ব্যবহারের মাধ্যমে ভারত মহাসাগরের উপর মার্কিন নৌবাহিনীর দীর্ঘকালীন আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে।

ইউরেশিয়াকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আধিপত্যের চিরকালীন অনমনীয় ভ‚-রাজনীতি উপেক্ষা করা ওয়াশিংটনের সদস্যগণ এখন বাইডেন প্রশাসনে ক্ষমতাসীন। তারা বিশ্বাস করে বসে আছেন যে, এখনও লড়াই করার জন্য একটি যুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা রয়ে গেছে।

অথচ চীন বিশ্বের ৭০ শতাংশ জনসংখ্যার আবাস সুবিশাল ইউরোশিয়ার অঞ্চলগুলোকে একত্রিত করার ভ‚-রাজনৈতিক যুক্তিটি উপলব্ধি করে বাণিজ্য, জ্বালানি, অর্থ ও পরিবহণের জন্য আন্তঃমহাদেশীয় অবকাঠামো তৈরির মাধ্যমে এ অঞ্চল ঘিরে থাকা ওয়াশিংটনের যুদ্ধ বিমান এবং রণতরীগুলোকে অপ্রয়োজনীয়, এমনকি অপ্রাসঙ্গিক হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

আমেরিকা ইউরেশিয়ায় আধিপত্য করার মাধ্যমে ৭০ বছর ধরে বিশ্ব শাসন করেছিল। এখন, চীন সেই কৌশলগত মহাদেশের নিয়ন্ত্রণ অধিগ্রহণ করে নিয়েছে এবং বিশ্ব-ক্ষমতা অবশ্যই তাকে অনুসরণ করবে। আগে হোক বা পরে, ওয়াশিংটনকে নিঃসন্দেহে এ আপোষহীন ভ‚-রাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে, যা বিশ্ব শাসনের সর্বশেষ পরিবর্তনকে নিশ্চিত করেছে। সূত্র : দ্য নেশন।

 



 

Show all comments
  • Ali Akbar ২ এপ্রিল, ২০২১, ১:০০ এএম says : 0
    আগামী দিনের বিশ্ব মোড়ল চিন।
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ২ এপ্রিল, ২০২১, ১:০১ এএম says : 0
    এক পরাশক্তিকে মোকাবেলা করতে আরেক পরাশক্তির দরকার। চীন সেই জায়গাটায় আছে।
    Total Reply(0) Reply
  • মহীয়সী বিন্তুন ২ এপ্রিল, ২০২১, ১:০২ এএম says : 0
    চীন বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য এগিয়ে যাচ্ছে।
    Total Reply(0) Reply
  • সোয়েব আহমেদ ২ এপ্রিল, ২০২১, ১:০২ এএম says : 0
    ছীনের জন্য শুভকামনা। চীন আমাদের প্রকৃত সহযোগী ।
    Total Reply(1) Reply
    • junaid ২ এপ্রিল, ২০২১, ১০:১৩ এএম says : 0
      মোড়ল যেই হোক সে আরেকজনকে বাস দিবেন।
  • বদরুল সজিব ২ এপ্রিল, ২০২১, ১:০৩ এএম says : 0
    এই পরিবর্তনটা জরুরি ছিল।
    Total Reply(0) Reply
  • muhammad ali ২ এপ্রিল, ২০২১, ৬:৩৫ এএম says : 0
    চীন পৃথিবীর সবচেয়ে অসভ্য, হিংস্র, ইসলাম ও মুসলমান বিরোধী একটি দেশ। এই পশু গুলি বিশ্বের ক্ষমতায় বসলে মুসলমানদের অস্তিত্ব বিলীন হবে। তাই আমেরিকা ও চীনকে বাদ দিয়ে নিজেদেরকেই শক্তিশালী করতে হবে ।
    Total Reply(0) Reply
  • সোহেল ২ এপ্রিল, ২০২১, ৬:৫২ এএম says : 0
    এই চিন থেকেই ইয়াজুজ মাজুজ বের হয় কি না সন্দেহ হইতেছে। সবারই তৈরি হওয়া দরকার বিশ্বের চিন্তা বাদ দিয়ে নিজের আখেরাত নিয়ে বেশি চিন্তা করা দরকার। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফীক দান করুন, আমিন।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২ এপ্রিল, ২০২১, ৭:০৮ এএম says : 0
    Actually us, china no one will be better for those peaceful countries these terretoial , arm & muscle race will bring the world indangour......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ