বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব শত্রুতার জের ধরে আয়েত আলী (৬৫)কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে ফারুকের ভাই আবুল কালাম ও ভাতিজা হাসানগং। এ ঘটনায় থানায় মামলা করে আয়েত আলীর মেয়ে সরুফা আক্তার। আর এ মামলা তুলে না নিলে বাদীকে গাড়ি চাঁপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে আসামিরা। শুধু তাই নয়, বাদীর পরিবার ও তার ভাইয়েরা সুযোগ পেলেই মামলা দিয়ে চিরদিনের জন্য জেলে আটকে রাখবে বলেও হুমকি দিয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদীর পরিবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুরিয়াবো গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েত আলীর মেয়ে সরুফা আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মোহাম্মদ আলীর পরিবার আমার বাবাকে হত্যার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় গত ২ মার্চ রাতে জাঙ্গীরে অবস্থিত তার মুদি দোকানে হামলা চালায় আবুল কালাম ও তার ভাতিজা হাসান মিয়া। এ সময় তারা বাবাকে কুপিয়ে আহত করে। তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে ব্যবসায়ী ও পরিবারের লোকজন বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা করি।
তিনি আরো জানান, পরে ওই মামলায় অভিযুক্তরা আদালত থেকে জামিন নিয়ে আমাকে মামলা তুলে নিতে হুমকি দেয়। অন্যথায় আমাকে কিংবা পরিবারের যে কাউকে একা পেলে খুন করে ফেলবে বলে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় গত বুধবার রাতে রূপগঞ্জ থানায় আমি সাধারণ ডায়েরি করি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, হুমকি দাতাদের আইনের আওতার আনা হবে। বাদীর নিরাপত্তা বিষয়ে পুলিশ তৎপর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।