বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে এসআই ফয়সাল আলম তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম বার) জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা আকবর হোসেন নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী। গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় সহিংসতার ঘটনায় র্যাব ও পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ছয়টি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি, জামায়াতের ১৩৬ জনকে এজহার নামীয়সহ ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।