মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ দ্য ফেডারেশন কাউন্সিল বুধবার একটি বিল পাস করেছে। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সাল থেকে শুরু করে আরও দুই মেয়াদে নির্বাচনে অংশ নিতে সক্ষম হবেন।
বিলটি এক সপ্তাহ আগে সংসদের নিম্নকক্ষ, স্টেট ডুমা দ্বারা অনুমোদিত হয়েছিল। পুতিন শীঘ্রই এটি আইনে স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন সংক্রান্ত খসড়া আইনটি ২০২০ সালের জুলাইয়ে দেশব্যাপী গণভোটে গৃহীত সাংবিধানিক সংশোধনী অনুসরণে করা হয়েছিল।
সংবিধানের ২০৬টি সংশোধনীর মধ্যে একটিতে উল্লেখ করা হয়েছে যে, দুই মেয়াদে থাকার সীমাবদ্ধতা ক্ষমতায় থাকা সব রাষ্ট্রপ্রধানের জন্যই প্রযোজ্য। তবে তার পূর্ববর্তী শর্তাদি আমলে নেয়া হবে না। সংশোধনের আলোকে, বিলটি পুতিনকে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তার নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০৩৬ সাল পর্যন্ত আরও দুই মেয়াদে তাকে এই পদে অধিষ্ঠিত থাকার সম্ভাবনা মঞ্জুর করে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।