বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্যক্তিগত বিনিয়োগে ১১শত কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সিলেটে আলোচিত যুক্তরাজ্য প্রবাসী স্যার এনাম উল ইসলাম সিলেটে এসেছেন। বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছে বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রয়েছেন নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও সভাপতি স্যার এনাম উল ইসলাম সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে এখন সিলেটে অবস্থান করতে দেশে এসেছেন। কোয়ারেন্টিন শেষে প্রথমে হয়রত শাহজালাল রহ. ও শাহপরান রহ. মাজার জিয়ারত সহ সদ্য প্রয়াত সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের কবর জিয়ারত করে নির্বাচনের লক্ষ্য মতবিনিময় সহ নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন তিনি।
তিনি ফেঞ্চুগঞ্জে মাইজগাঁও কেএমটিলায় বিশাল উন্নয়নযজ্ঞ শুরু করছেন। গড়ে তোলছেন হেলিপ্যাড সহ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, কমিউনিটি হল, মসজিদ কমপ্লেক্স, মহিলা বিশ্ববিদ্যালয়, মেগা সুপারমল, অপটিক্যাল ফাইবার ফ্যাক্টরী। এ উপজেলাকে আধুনিক মিনি শহর করতেই তার এ নিঃস্বার্থ বিনিয়োগ। তিনি বলেন, রাজনৈতিক শিক্ষা, উন্নয়ন অভিজ্ঞাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রামকে শহর করার মিশনে শরীক হতেই সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ গ্রহণে প্রত্যাশা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।