Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেট্রোরেলের ৬ বগী পৌঁছেছে মংলা বন্দরে, ৭নং ইয়ার্ডে খালাস শুরু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৮:৩২ পিএম

রাজধানীর মানুষের স্বপ্নের মেট্রোরেলের ৬টি বগী নিয়ে প্রথম চালান মংলা বন্দরে এসে পৌঁছেছে। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় বন্দরের মংলা বন্দরের ৭ নম্বর ইয়ার্ড থেকে আমদানীকৃত বগীগুলো খালাস শুরু হয়েছে।এর আগে বিকেল চারটায় বগীগুলো নিয়ে মংলা বন্দরে পৌছায় জাপান থেকে ছেড়ে আসা এমভি এসপিএম ব্যাংকক। এসময়, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিদেশী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট ষ্টিমশীপ কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, বুধবার (৩১ মার্চ) বিকালে জাপান থেকে মেট্রোরেলের ৬টি রেলওয়ে কারের (কোচ) প্রথম চালান মংলা বন্দরে পৌছায়। বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে খালাস শেষে আমদানীকৃত এব মেট্রোরলের বগি পাঠানো হবে ঢাকায়। জাপানের কাওয়াসাকী হ্যাভী ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড তৈরি মেট্রোরেলের রেলওয়ে কারগুলো ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) এর কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর আওতায় আমদানি করা হয়েছে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮ টি রেলওয়ে কার মংলা বন্দর দিয়ে আমদানী, ছাড়করণ ও পরিবহণ করা হবে।

ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট কোম্পানী লিমিটেডের কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, মেট্রোরেলের লাইন-৬ কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ আওতায় এর জন্য ২৪টি যাত্রীবাহী রেল কোচ আমদানি করা হবে।প্রতিটি কোচে ৬টি বগী থাকবে। ৬টি বগীর একটি প্যাকেজে ভ্যাট-ট্যাক্সসহ প্রায় একশ কোটি টাকা ব্যয় হবে।আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। আবহাওয়া ও করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এখন থেকে প্রতিমাসে একটি করে কোচের জন্য ৬টি বগী মংলা বন্দরে পৌঁছাবে।

তিনি আরও বলেন, মংলা বন্দরে প্রথম চালানে আসা এই ৬টি বগী খালাস শেষে নদী পথে ঢাকার তুরাগ নদীর তীরে অবস্থিত আমাদের নিজস্ব জেটিতে নেওয়া হবে। সেখান থেকে উত্তরায় আমাদের প্রকল্পের নির্ধারিত স্থানে নেওয়া হবে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, গেল কয়েক বছরে মংলা বন্দরের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মংলা বন্দর দিয়ে এসেছে।আজকে বাংলাদেশের মানুষের জন্য প্রথমবারের মত নির্মিতব্য মেট্রোরেলের রেলওয়ে কারের প্রথম চালান মংলা বন্দরে এসে পৌঁছেছে। আশাকরি ভবিষ্যতে সরকার মংলাবন্দরের মাধ্যমে গুরুত্বপূর্ণ মালামাল আনায়ন করবে। মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে দাবি করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেট্রোরেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ