বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক দীর্ঘদিনের মহাসচিব, দেশের প্রতিথযশা শীর্ষ আলেম ও বরেণ্য রাজনীতিবীদ, বেফাক ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, বারবার নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য ও হুইপ, সাবেক মন্ত্রী শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেটের নেতৃবৃন্দ। আজ বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী, সিনিয়র সভাপতি মাওলানা মুহিউল ইসলাম বুরহান,সহ- সভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, শায়খ আব্দুল মতিন, হাজী শামসুদ্দীন বানিগামী, মাওলানা আসরারুল হক, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আব্দুল আজীজ ফারুকী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন কয়েস ও মাওলানা শায়খ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল খালিক কাসিমী, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা অলিউর রহমান, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মুফতি শিব্বির আহমদ ও মাওলানা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ কাসিমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজি আমিন উদ্দিন, মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা শিব্বির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ প্রচার সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও মাওলানা হাফিজ আব্দুস সালাম, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ আলী আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা মুফতি জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক হাফিজ শরিফ আহমদ শাহান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আব্দুন নুর মোস্তফা, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, স্বেচ্ছা সেবা বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতি এবাদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জফির উদ্দিন, সদস্য হাফিজ ফজল উদ্দিন, মাওলানা আজির উদ্দিন, মাওলানা আশরফ আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা সুহেল আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জিলুর রহমান, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা আবু আহমদ, মাওলানা শিহাব আহমদ সুমন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফখরুলল ইসলাম, মাওলানা নজমুদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শামসুর ইসলাম, মাওলানা সালিম আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল গফফার, মাওলানা মনজুর আহমদ, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ এক যৌথ এক শোক বার্তায় আল্লামা মুফতি ওয়াক্কাসের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, মুফতি ওয়াক্কাস ছিলেন বাংলাদেশের মুসলমানদের সূর্য সন্তান ও আলেম সমাজের আজীবন অভিভাবক। ইসলাম, দেশ ও মানবতার তরে বহুমাত্রিক খেদমত আনজাম দিয়েছেন সারাজীবন। বুখারী শরীফের মসনদ থেকে শুরু করে বারবার নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেও কোন প্রকার অহংকার স্পর্শ করেনি কোনোদি তাকে। তার ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হয়ে গেল আলেমসমাজের। আল্লাহ পাক জান্নাতে আলা মাকাম দান করুন হজরতকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।