মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট ভবনের কাছে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। আজ বুধবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের শপথ গ্রহণের ঠিক দুইদিন আগে এ ঘটনা ঘটল।
খবরে বলা হয়, বুধবার নাইজারের স্থানীয় সময় ভোর ৩টার দিকে তীব্র গোলাগুলি শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি হয়েছে। এ বিষয়ে দেশটির সরকারের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে নাইজারে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েই গেছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে বাজুমের জয়ের ঘটনায় দেশটিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মোহামেন ওসম্যান নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন।
এর আগে গত সোমবার (২২ মার্চ) দেশটিতে সন্ত্রাসী হামলায় ১৩৭ জন নিহত হয়েছেন। এ হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করে দেশটির সরকার। সূত্র রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।