নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের ট্রেনার মুনির দলের সঙ্গে যখন যোগ দেন, তখনই ছিলেন অসুস্থ। কিন্তু করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ায় তিনি দলের সঙ্গে মিশেছেন। ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন। সব সমস্যার শুরু সেখান থেকেই। খুলনা বিভাগের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচের তিন দিন পর অসুস্থ হন সিলেট দলের পেসার ইবাদত হোসেন। পরে জানা যায় করোনা পরীক্ষায় পজিটিভ এই টেস্ট পেসার।
এরপর একে একে করোনা পজিটিভ হন সিলেট বিভাগের ক্রিকেটার খালেদ আহমেদ, অলক কপালি, রেজাউর রহমান, ইমতিয়াজ হোসেন, তৌফিক খান। এদের প্রত্যেকেই খেলেছেন খুলনার বিপক্ষে, প্রথম রাউন্ডের ম্যাচে। গতপরশু দলের সঙ্গে অনুশীলনও করেছেন। করোনা ধরা পড়ায় প্রত্যেকেই এখন আছেন আইসোলেশনে। যাদের করোনা নেগেটিভ এসেছে তারাই আজ কক্সবাজারের মাঠে ঢাকা বিভাগের বিপক্ষে খেলেছেন।
শুধু সিলেট নয়, রংপুর বিভাগ খুলনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক আকবর আলীকে ছাড়া। করোনা ধরা পড়ায় তিনি এখন আইসোলেশনে আছেন। দলের আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম ও আলাউদ্দিন বাবুও করোনা পজিটিভ। প্রথম রাউন্ডে খেললেও এখন এই তিনজন আছেন আইসোলেশনে। একই কারণে গত জাতীয় লিগ চ্যাম্পিয়ন খুলনা পাচ্ছে না ইমরানুজ্জামানকে। ঢাকা মহানগরের কোচ ওয়াহিদুল গনিও করোনা পজিটিভ।
গতকাল করোনা ধরা পড়ে বরিশাল বিভাগের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুলের। পরে দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ হন তিনি। অবশ্য ফল দেরিতে পাওয়ায় এদিন রাজশাহী বিভাগের বিপক্ষে বিকেএসপির মাঠে খেলতে পারেননি আশরাফুল। এ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে করোনা পজিটিভ হন টেস্ট ওপেনার সাদমান হোসেন। মুমিনুল হক, তাইজুল ইসলামেরও করোনা পজিটিভ এসেছিল। কিন্তু পরে আবার নেগেটিভ আসায় প্রথম রাউন্ডে খেলেন দুজন।
বিসিবি এর আগে তিন দল ও পাঁচ দলের টুর্নামেন্ট আয়োজন করেছে জৈব সুরক্ষা বলয়ে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও আয়ারল্যান্ড উলভস সিরিজ আয়োজন করেছে। কিন্তু জাতীয় লিগের চ্যালেঞ্জটা বেশি। আট দলের করোনা ব্যবস্থাপনা সহজ না। এভাবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রশ্নবিদ্ধ পুরো প্রক্রিয়া। বিশেষ করে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে সফর করার সময় যথেষ্ট সতর্কতা মেনে চলা সম্ভব হচ্ছে না। তবে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী দাবি করেছেন, ‘আমরা যেভাবে আগে টুর্নামেন্ট আয়োজন করেছি, এখানেও সেভাবেই করছি।’ তার কথা, ‘দুই-একটি ঘটনা তো থাকবেই। আমাদের এভাবেই মানিয়ে নিতে হবে।’
দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষ হলো গতকাল। এর মধ্যেই করোনা পজিটিভের সংখ্যা ১০ ছাড়িয়েছে। আগামী কয়েক দিনে সংখ্যাটা কথায় গিয়ে ঠেকে সেটাই দেখার বিষয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।