Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় মশার উৎপাত

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

রাজধানীতে যে হারে মশার উপদ্রব বেড়েছে তাতে মনে হয় ম্যালেরিয়া এবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। খানাখন্দে ভরা পুরান ঢাকার রাস্তাঘাট সংস্কারের কোনো উদ্যোগ নেই। স্ট্রিট লাইট জ্বলে না, জলবদ্ধতা কে দূর করবে সিটি করপোরেশনের লোকজন কোথায় তারা? ডিপ ড্রেন ভর্তি মশা কিলবিল করছে। মশার ওষুধের কোন খবর নেই। মশার যন্ত্রনায় এই করেনাকালে ছেলে-মেয়েরা ঠিকমত ঘরে বসে লেখাপড়া করতে পারছে না, তারপর মশার কয়েল স্বাস্থ্যের জন্য বিপদজ্জনক। মশার ঔষধ নিয়মিত না ছিটানো বা মশা নিধনে কার্যকর ভূমিকা না থাকার কারণে মশাদের উৎপাত ক্রমেই বাড়ছে। গরীতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান না চালানোর কারণে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের আওতাধীন পুরান ঢাকার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। মশার জন্মরোধের ব্যবস্থা ও মশার উপদ্রব নিবারণের জন্য যা যা করণীয় তা এখনই জরুরিভাবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করর্পোরেশন গ্রহণ করতে হবে। আমরা আশা করি, ঢাকার উভয় সিটি করপোরেশন বিলম্ব না করেই মশক বিরোধী অভিযানের আয়োজনটি করবে এবং সে অভিযান যাতে সত্যিকারভাবে ফলদায়ক হয় তাও নিশ্চিত করবে।
মাহবুবউদ্দিন চৌধুরী
আহব্বায়ক,সচেতন নাগরিক সমাজ, গেন্ডারিয়া, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন