Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাটু‌রিয়ায় পেটের ভিতর ১৪৫০ পিচ ইয়াবা: আটক ২

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ৬:৫৯ পিএম

পেটে করে ইয়াবা বহন করেও শেষ রক্ষা হল না মানিকগঞ্জের ২ ইয়াবা ব্যবসায়ীর। গোপন সংবাদের ভিত্তিতে পেটের ভেতর ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৪ এর একটি দল। মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পেটে করে বহনকারী আটককৃত আরিব (২৩) এবং ইয়াবার চালনের মালিক আরিফুল ইসমাল (৩০) তা‌দের ২ জনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি এলাকায়।

র‌্যাব ৪ (মানিকগঞ্জ সিপিসি ৩) এর সিনিয়র এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকের পর ২ জনকে মানিকগঞ্জ সুপার ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করে নিশ্চিত হওয়া যায় তাদের পেটে ইয়াবা। পরে ইয়াবা বহণকারী আবিরের পেট থেকে এক এক করে ১৪৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা চালানের মালিক আরিফুল ইসলামকেও গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে এই ইয়াবার চালান মানিকগঞ্জ আনতে ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানিকগঞ্জ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ