Inqilab Logo

মঙ্গলবার ০৮ অক্টােবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ০৪ রবিউস সানী ১৪৪৬ হজিরী

মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে বিএনপি

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি এদেশের মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে। তাই আমাদের মনে রাখতে হবে তাদের কথায় যেন দেশের মানুষ বিশ্বাস না করে। বিএনপির ইতিহাস আমরা জানি। তারা ক্ষমতায় থাকাকালে এদেশে শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, রাজাকার, আলবদরের জন্ম দিয়ে গেছে। তারা জননেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেট হামলা করেছে। হাওয়া ভবনে বসে খালেদা জিয়া আর তারেক রহমান এই সকল কর্মকাণ্ড চালিয়েছে।

গতকাল বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধানকোড়া ইউনিয়ন মানিকগঞ্জে মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ধানকোড়ায় আমরা অনেক কিছুই করার চেষ্টা করেছি। এখানে শিল্প নগরী গড়ে উঠেছে। আগামীতে দুইশ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং বড় প্রতিষ্ঠান এ্যাসেন্সিয়াল ড্রাগ কোম্পানীর শিল্প কারখানাটি হবে ধানকোড়া ইউনিয়নে। এতে করে এলাকার মানুষের বেকারত্ব দূর হবে। অনেক মানুষের চাকরির ব্যবস্থা হবে। বিএনপি ১০ বছরে কিছুই করেনি। আওয়ামী লীগ সরকার স্কুুল, কলেজ, হাসপাতাল, রাস্তা ঘাটের উন্নয়ন করেছে। আবার যদি বিএনপি আসে তাহলে মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। এদেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনার সময় বিশ্বের উন্নত দেশ যখন হিমসিম খাচ্ছিল সে সময়ে জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় করোনাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের ৫ম স্থানে রয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও ভাল আছে। সিলেটে বন্যার সময় আওয়ামী লীগ তাদের পাশে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
সমাবেশে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ