Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজিমপুর কবরস্থানে ‘নো মাস্ক নো এন্ট্রি’

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২১, ১২:৩২ পিএম

পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় একটি রাত। এই রাত মানব জাতিকে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ লাভের অপার সুযোগ এনে দেয়। তাই সোমবার (২৯ মার্চ) রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত স্বজনদের কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আবালবৃদ্ধবনিতারা মৃত স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া-দরুদ পড়েন। এরপর দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে মৃত স্বজন ও নিজেদের জন্য দোয়া করেন তারা। কেউবা নীরবে ফেলেন চোখের জল। কবরস্থান এলাকায় আগতদের অধিকাংশই সাধ্য অনুসারে দরিদ্র ও অসহায় ভিক্ষুক ও দরিদ্র এবং মসজিদে দান-খয়রাত করেছেন।

রাত সাড়ে ১১টার দিকে সরেজমিন দেখা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজিমপুর কবরস্থানে প্রবেশপথে সতর্ক প্রহরায় রয়েছে পুলিশ সদস্যরা। পুরাতন কবরস্থানের মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেখলেই পুলিশ তাদের পথ আটকে বাইরে থেকে মাস্ক কিনে আনতে বাধ্য করেছে। অনেকে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কবরস্থানে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ