Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হলো সিলেটে!

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৬:৪৬ পিএম

আজ সোমবার ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এক প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বাজেটে ব্যবসায়ী প্রতিনধিত্বশীল সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলো বিবেচনা করা হয় হবে গুরুত্ব সহকারে। এছাড়া আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য ব্যবসা-বাণিজ্য বান্ধব বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ সারাদেশের ব্যবসায়ী মহলের নিকট হতে প্রাপ্ত উপযুক্ত প্রস্তাবনা সমূহ যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান।


স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, জাতীয় বাজেট ঘোষণার প্রাক্কালে ব্যবসায়ী মহলের সাথে মিলিত হওয়া ব্যবসা বান্ধব বাজেট প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের টেকসই উন্নয়নের স্বার্থে যেসব বৃহৎ পদক্ষেপ গ্রহণ করছেন তা সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাজস্ব আহরণের বিকল্প নেই। তবে চলমান করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার প্রতি লক্ষ্য রাখাও একান্ত প্রয়োজন। ইনওয়ার্ড রেমিটেন্সের উপর ১০% কর মওকুফ, পর্যটন শিল্পের বিকাশে হোটেল ও রিসোর্ট নির্মাণের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ প্রদান, করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা নির্ধারণ, ট্রেড লাইসেন্স নতুন/নবায়নের ক্ষেত্রে অগ্রিম কর প্রদান রহিতকরণ সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন চেম্বার সভাপতি। তিনি আরো বলেন, কয়লা সহ যেকোন পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারকগণ অগ্রিম শুল্ক-কর পরিশোধ করে থাকেন, কিন্তু কোন কারণে পণ্য আমদানি না হলে সরকারী কোষাগারে জমাকৃত অর্থ ফেরৎ পেতে আমদানিকারকগণকে অনেক ঝামেলা পোহাতে হয়, তাই কয়লা সহ যেকোন পণ্য আমদানির ক্ষেত্রে অগ্রিম শুল্ক-করাদি পরিশোধের বিধান রহিত করা একান্ত প্রয়োজন।

সভায় বক্তাগণ বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীগণ চরমভাবে ক্ষতিগ্রস্থ। অনেক ব্যবসায়ী হয়ে গেছেন প্রায় দেউলিয়া। বক্তাগণ করোনাকালীন সময়ে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ব্যবসায়ীদের ফাইল অডিটে না ফেলা, জীবন রক্ষাকারী মেডিক্যাল ইকুইপমেন্ট এর আমদানি শুল্ক মওকুফ করা, দেশীয় কৃষি মেশিনারীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বার্থে আমদানিকৃত কৃষি মেশিনারীজ এর আমদানি শুল্ক বৃদ্ধি করা, কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে অগ্রিম ট্যাক্স থেকে অব্যাহতি প্রদান, পর্যটন খাতে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রণোদনা প্রাপ্তি সহজীকরণ, করোনাকালীন সময়ে হোটেল-মোটেল এর উপর আরোপিত ১৫% ভ্যাট হ্রাস করে ৫% ধার্য্যকরণ, সিলেটের সকল শুল্ক স্টেশনে ব্যাংক বুথ স্থাপন, করদাতার আয় বছরপ্রতি ৫% হারে বৃদ্ধি হলে সেই করদাতাকে অডিট থেকে অব্যাহতি প্রদান সহ বিভিন্ন প্রস্তাবন্ওা নজরে দেন রাজস্ব বোর্ড চেয়ারম্যানের ।

ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ও অংশগ্রহণ করেন কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর কমিশনার মোহাম্মদ আহসানুল হক, কর অঞ্চল-সিলেটের কর কমিশনার মোঃ সাইফুল হক, কাস্টম্স এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সফিউর রহমান, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র সহ সভাপতি শফিউল আলম চৌধুরী, পরিচালক ও ভ্যাট, বাজেট, কর সাব কমিটির আহবায়ক মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম, সাবেক পরিচালক মোঃ বশিরুল হক, মুজিবুর রহমান মিন্টু, সিলেট আয়কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, ওমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডাঃ নাসিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আহমদ চৌধুরী, সুমায়েত নুরী চৌধুরী জুয়েল, আব্দুল জব্বার জলিল, সিদ্দিুকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মোঃ আবুল ফজল, এডভোকেট মাজহারুল হক, মোয়াম্মির হোসেন চৌধুরী, মোঃ আমিনুল হক, মোতাচ্ছিরুল ইসলাম, সালাউদ্দিন চৌধুরী বাবলু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ