Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নতুন করে আক্রান্ত ৯৯, সুস্থ ৩৯ জন!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৬:১০ পিএম

গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে করোনাভাইরাসে নতুন করে ৯৯ জন হয়েছেন আক্রান্ত। এনিয়ে সিলেট অঞ্চলে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৯ জনে। একই সময়ে এ অঞ্চলে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ জন। এনিয়ে সুস্থ রোগীর সংখ্যা এখন ১৬ হাজার ৬৬ জন। তবে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি কেউ। ফলে অপরিবর্তিত রয়েছে মৃত্যুর সংখ্যা।

আজ সোমবার (২৯ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে করোনাক্রান্ত ৯৯ জনের মধ্যে ৮৫ জনই সিলেটের। অন্যদের মধ্যে সুনামগঞ্জ ৪ , হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে আরও ৪ জন। ওইদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জনের দেহে ধরা পড়ে করোনাভাইরাসের উপস্থিতি।

এদিকে নতুন করে আক্রান্তদের নিয়ে করোনাক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২২৯ জন। তার মধ্যে সিলেট ১০ হাজার ৬১১ , সুনামগঞ্জে ২ হাজার ৫৭৯, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪১ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৯৮ জন। সুস্থ হওয়া ৩৯জনের মধ্যে ৩৮ জনই সিলেটের। কেবল একজন মৌলভীবাজারের।

অন্যদিকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৬৬ জন। তারমধ্যে সিলেটের ৯ হাজার ৯২০, সুনামগঞ্জে ২ হাজার ৫২৯, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৪ ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৮৩ জন। এরমধ্যে সিলেট ২১৮, সুনামগঞ্জে ২৬ , হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২৩ জন।

এছাড়াও সিলেটের ৪ জেলা মিলে করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯২ জন। এর মধ্যে ৮৬ জনই সিেেটর বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে ১জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন ৩জন। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় বিভাগে ৮৩ জনকে পাঠানো হয়েছে নতুন করে কোয়ারেন্টিনে। এরা সকলেই সিলেটের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ