যশোরের চৌগাছায় পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
অপহৃতদের অভিভাবক রোববার থানায় লিখিত অভিযোগ করেছেন। বলা হয়েছে ২৫ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার অপহরণ দুটির ঘটনা ঘটে। ৮ম ও ৯ম শ্রেণির ওই দুই শিক্ষার্থী উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসীপুর গ্রামের ও সিংহঝুলী ইউনিয়নের মসিয়ূর নগর গ্রামের বাসিন্দা এবং দেবীপুর এবিসিডি মাধ্যমিক বিদ্যালয় ও সিংহঝুুলী শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
লিখিত অভিযোগে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিয়ূরনগর গ্রামের এক ব্যক্তি জানান, তার মেয়ে সিংহঝুলী শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। তাকে তারই বড় মেয়ের স্বামী ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের নজির আহমেদের ছেলে ইমামুল হক গত ২৫ ফেব্রুয়ারি রাতে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।
অপর লিখিত অভিযোগে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকসীপুর গ্রামের অপর ব্যক্তি দাবি করেন, তার মেয়ে দেবীপুর বাজারের এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। করোনার সময়ে স্কুল বন্ধ থাকায় প্রতিদিন বিকেলে বাড়ি থেকে দেবীপুর বাজারে স্থানীয় জহুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যেত। প্রাইভেট পড়তে যাওয়ার পথে আকাশ নামে এক যুবক প্রায়ই তাকে প্রেম প্রস্তাব দিতো। তাতে সে রাজি না হওয়ায় তার মেয়েকে অপহরণ করবে বলে হুমকি দেয়। গত ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে সে বাড়ি থেকে প্রাইভেট পড়তে দেবীপুর বাজারে যায়। সেখান থেকে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তারা খোঁজাখুজি শুরু করেন। পরবর্তীতে জানতে তাকে অপহরণ করা হয়েছে।