Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেফাজতের অবরোধ প্রত্যাহার ৫৫ ঘণ্টা পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৮:২৪ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও অবরোধের মধ্যে বন্ধ থাকা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী অংশে যান চলাচল প্রায় ৫৫ ঘণ্টা পর শুরু হয়েছে। হরতাল শেষে অবরোধ তুলে নেয়ার পর রোববার রাত ১০টার দিকে ওই সড়ক দিয়ে অল্প সংখ্যক যানবাহন চলাচল শুরু হয়। তখনও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করছিল স্থানীয় প্রশাসন। এর আগে রাতে সড়ক অবরোধ থেকে সরে যায় হেফাজতে ইসলামের কর্মীরা। শুক্রবার বেলা আড়াইটা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনের ওই সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে হেফাজত নেতাকর্মীরা। এর মধ্যে শনিবার সকাল থেকে সেখানে ইটের দেয়ালও দেখা যায়। দেয়ালটি অপসারণ করা হয়েছে। সড়কের কয়েকটি স্থানে করা গর্ত ভরাটের কাজ চলছে। হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, রাত ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়েছে। ২৬ মার্চ বেলা আড়াইটা থেকে সড়কটি বন্ধ ছিল। ওই অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি এবং ফটিকছড়ি ও নাজিরহাটের পথে যানবাহন চলাচল করেনি। এতে ওইসব এলাকার লোকজন একপ্রকার অবরুদ্ধ অবস্থায় ছিল। ফটিকছড়ি ও নাজিরহাট থেকে জরুরি প্রয়োজনে লোকজনকে হেঁটে চলাচল করতে দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লি ওই সড়কে নেমে বিক্ষোভ করেন । পুলিশ এতে বাধা দিলে পুলিশের সংঘর্ষে জড়ান বিক্ষোভরতরা। এতে চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা হাটহাজারী থানা, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা ডাক বাংলো আক্রমণ করে ভাঙচুর চালায়। তখন থেকেই বন্ধ হয়ে যায় চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ