Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের শতাধিক রাউন্ড গুলি ও টিঁয়ারশেল নিক্ষেপ

বিশ্বনাথে সংঘর্ষে শিশুসহ আহত অর্ধশত : আটক-১০

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৪:৫২ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে হেফাজতের নেতাকর্মীরা আজ রবিবার হরতাল পালনের চেষ্টা করে। বিশ্বনাথ উপজেলা সদরে পুলিশের সতর্ক অবস্থান থাকায় অপৃতিকর কোন ঘটনা ঘটেনি। তবে, উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল ও ধলিপাড়া এ দুই গ্রামবাসির মধ্যে হরতাল পিকেটিং নিয়ে মাইকিং করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘন্টা সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক লোক। এতে গুরুত্বর আহত হয়েছে এক শিশুসহ প্রায় ১০জন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রায় শতাধিক রাউন শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৪জন।
সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে, রাসা দেশের ন্যায় আমতৈল বাজারে হরতালকারিরা যান চলাচলে বাঁধার সৃষ্টি করে। এসময় ধলিপাড়া গ্রামের ট্রাক ড্রাইভার খায়রুল ইসলাম রাস্তায় থাকা তার ট্রাকটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তুদারুচ্ছুন্নাহ আমতৈল মাদরাসার ছাত্ররা তাতে বাঁধা দিলে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ওই মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি ফারুক আহমদ মসজিদে মাইকিং করে জানান, হরতাল পালন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোল গড়ে তোলার আহবান জানান। এতে সংঘর্ষে আরো তীব্রতর হয়। এ সংঘর্ষে আহত হন থানা পুলিশের ৫সদস্য। আটক করা হয়েছে ১০জনকে। এদিকে উপজেলার পীরের বাজার ও কালিগঞ্জ বাজারে হরতালকারিরা পিকেটিং করতে দেখা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি শামিম মুসা জানান, মাইকিং করা হুজুরকে তাৎক্ষনিক গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এরং পরিস্থিতি শান্ত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ