বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছোট খাটো কিছু বিক্ষিপ্ত সংর্ঘষ ঘটনা ছাড়া নিরবিচ্ছিন্নভাবে হেফাজত ইসলামীর ডাকা হরতাল পালিত হচ্ছে বিভাগীয় নগরী সিলেটে। হরতালের সমর্থনে হেফাজত নেতাকর্মীদের পাশে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। নগরীতে দোকানপাট খুলেনি। বিপনী বিতান বন্ধ, এমনকি উপজেলা গুলোতে হরতালে কারনে বন্ধ রাখা হয়েছে ব্যবসায়ীক প্রতিষ্টানগুলো। এছাড়া আন্তু:জেলা সড়কগুলোতে গাড়িচলাচল করছে না। স্থানীয়ভাবে পিকেটিং করছেন হেফাজত সমর্থকরা। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা ১২ ঘণ্টার হরতাল আজ রোববার সকাল ৬টার থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমায় কিন ব্রিজের মুখে লাঠিসোটা হাতে জড়ো হয়ে পিকেটিং করতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা হেফাজত নেতাকর্মীদের হাত থেকে লাঠিসোটা কেড়ে নিয়ে ছাত্রভঙ্গ করে দেন তাদের। পরে তারা মিছিল দিয়ে কিন ব্রিজ পার হয়ে বন্দরবাজারের দিকে চলে যান। কেন্দ্রীয় কর্মসূচি পালনে রোববার ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকে তারা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনো ধরনের যানবাহন। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন। নগরীর কোর্ট পয়েন্টে, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, মেজরটিলা, টিলাগড়সহ গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলোতে অবস্থান নিয়ে রাস্তায় বসে আছেন হেফাজত নেতাকর্মীরা। থেমে থেমে স্লোগান দিচ্ছেন তারা। এছাড়াও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে শহরময় ঘুরে ঘুরে পিকেটিং করছেন হেফাজতের প্রায় অর্ধশত নেতাকর্মী। তাদের সরব উপস্থিতিতে জোরদারভাবে হরতাল পালন হচ্ছে সিলেটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।