বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করে। পুলিশ জানায়, রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু জামাত-শিবির কর্মী রাজপাড়া থানার ডিংগাডোবা ব্যাংক কলোনী মোজাম্মেলের ঢালান এলাকায় দেশকে অশান্ত করার লক্ষে নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড করার উদ্দেশ্যে জমায়েত হচ্ছে। সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পোঁছলে জামাত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে পালানোর সময় সেখান হতে আসামী শিহাব উদ্দিন (৩২) কে গ্রেফতার করে। এর প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নাশকতার মামলা রুজু হয়।
২৭ মার্চ রাতে অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ খালেকের ছেলে আসিফ করিম (২০), মোল্লাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে হিরার পারভেজ (১৮), বোয়ালিয়া থানার হেতেমখাঁ গ্রামের মৃত মুশফিকুর রহমানের ছেলে ফারহান ইসরাক (২৭), শাহমখদুম থানার বড় বনগ্রামের কাউয়ুমের ছেলে রফিকুল ইসলাম (২৬), আব্দুস সালামের ছেলে আঃ রহিম (২০), রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের তাহাজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২১)-কে গ্রেফতার করেন। পবা থানার বাগধানী বসন্তপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে রাকিবুল ইসলাম (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।