Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় হেফাজত কর্মীদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:৫৯ পিএম

মোদি বিরোধী মিছিলে গুলি করে চট্টগ্রামে চারজনসহ দশ কর্মীকে হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
রোববার ফজরের নামাজের পর থেকে উপজেলার ডাকবাংলো মোড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা। শত শত নেতাকর্মী রাস্তায় স্লোগান দিচ্ছেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ সাংবাদিকদের বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। কেউ যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই সড়কের যাত্রীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ