Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্নস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ হেফাজতকর্মীদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১০:০৮ এএম

দেশব্যাপী হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেছে সংগঠনটির কর্মী-সমর্থকরা। কিছু জায়গায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়েছে তারা।

রাজধানীর বসিলা ব্রিজের সামনে রোববার ভোর থেকে রাস্তা আটকে রাখে হেফাজতের কর্মীরা। সেখানে কেরানীগঞ্জ থেকে কোনো গাড়ি তারা ঢাকায় ঢুকতে দেয়নি। এ সময় তাদের পাশেই পুলিশকে দেখা যায়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, ‘ফজরের নামাজের পরে কেরানীগঞ্জমুখী বসিলা সেতুতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে হরতালকারীরা। পরে ৮টা ৩০ মিনিটে ওই প্রতিবন্ধকতা আমরা সরিয়ে দিই।’

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করতে দেখা যায় হরতালের পক্ষের লোকজনকে। পুলিশকে পানি দিয়ে টায়ারের আগুন নেভাতে দেখা যায়।

মোড়ের পাশে হরতালের সমর্থনকারী আরও মিছিলও হয়। এসব মিছিলে নেতারা বক্তৃতা করেন; কর্মীরা স্লোগান দেয় ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে হেফাজতে ইসলামের সমর্থকদের। অন্তত ১০টি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এতে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

ভোর থেকে সাইনবোর্ড এলাকায় হেফাজতের সমর্থকরা অবস্থান নেয়। তাদের একজন বলেন, ‌‌‘আমাদের হাজার হাজার ভাই রাস্তায় নেমে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি।’

নরসিংদী জেলার ভেলানগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করছে হেফাজত কর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজতের হরতাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ