Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে চলতি বছরে প্রথমবার ৩শ’ ছাড়িয়েছে দৈনিক মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৯:৫২ এএম | আপডেট : ১০:১৯ এএম, ২৮ মার্চ, ২০২১

মহামারি করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ একের পর এক রেকর্ড হচ্ছে ভারতে। চলতি বছর প্রথমবারের মতো ৩শ’ ছাড়িয়েছে দৈনিক মৃত্যু। গতকাল শনিবার ৩১২ জনের মৃত্যু রেকর্ড হয়েছে দেশটিতে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজার ৫শ’। যা ১৬৩ দিনের মধ্যে সর্বোচ্চ।
এই মুহূর্তে কোভিড সংক্রমিত সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার। সবচেয়ে আক্রান্ত মহারাষ্ট্রে, টানা তিন দিন ধরে সংক্রমণ ৩৫ হাজারের ওপর। শনিবার রাজ্যটিতে ৩৫ হাজার ৭২৬ জনের দেহে মিলেছে ভাইরাস।
এদিকে ছত্তিশগড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩১শ’র বেশি। যা ২৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। পশ্চিমবঙ্গে মাত্র ১৫ দিনে সংক্রমণ বেড়েছে তিন গুণ। এছাড়া মধ্যপ্রদেশ, তামিলনাড়ুসহ আরও ১২টির বেশি রাজ্য সংক্রমণ শনাক্তের রেকর্ড করেছে শনিবার।
সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু প্রদেশে পুনরায় স্কুল বন্ধ রাখার বিষয়টি ভাবা হচ্ছে। এ ছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে লকডাউন জারি হতে পারে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
১১২ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাটে গত কয়েক দিন ধরেই সংক্রমণের রেকর্ড হচ্ছে। মোট সংক্রমণের বেশির ভাগই ওই পাঁচ রাজ্যে। সূত্র: এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ