Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশে বই মেলায় তারকাদের গ্রন্থ

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একুশে বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে নাটক ও সঙ্গীতাঙ্গনের বেশ কয়েকজন তারকার লেখা বই। একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, ড. ইনামুল হক, কণ্ঠশিল্পী ফকির আলমগীর, কনকচাঁপা, সাজিয়া সুলতানা পুতুলসহ আরও অনেকের বই প্রকাশিত হবে বলে জানা যায়। আবুল হায়াতের প্রকাশিত হবে ‘নির্বাচিত গল্প সংকলন’ নামে একটি বই। বইটির প্রচ্ছদ করেছেন তার কন্যা অভিনেত্রী বিপাশা হায়াত। বইটিতে ১২টি গল্প স্থান পাচ্ছে। প্রকাশ করছে ডেইলি স্টারের প্রকাশনা সংস্থা। আবুল হায়াত জানান, এই বছরও বইমেলায় বই প্রকাশ করতে পারছি বলে ভালো লাগছে। আশা করি, পাঠকদের গল্পগুলো ভালো লাগবে। প্রতিবছর একুশে বইমেলায় বই প্রকাশিত হয় বিশিষ্ট অভিনেতা ড. ইনামুল হকের বই। এ বছর তিনটি নাটকের বই প্রকাশ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বইগুলো হলো নাট্যকার হ্যারোল্ড পিন্টারের দুটি নাটকের অনুবাদ নিয়ে হ্যারোল্ড পিন্টার, ছয় মুক্তি যুদ্ধের নাটক ও একটি শিশুদের নাটিকা। প্রথম দুটি বই প্রকাশ করবে রিদম প্রকাশনী। ছোটদের বইটি প্রকাশ করবে মেলা প্রকাশনী। বইমেলার দ্বিতীয় সপ্তাহ থেকেই মেলায় পাওয়া যাবে বইগুলো। গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের প্রকাশিত হবে ৮টি বই। এর মধ্যে মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুরা, নির্বাচিত নিবন্ধ, মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, এবং আবহমান কালের লোক সঙ্গীত বইগুলো প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। স্মরণ নামের একটি বই প্রকাশ করছে দুরন্ত প্রকাশনী, স্মৃতির আয়নায় বইটি প্রকাশ করছে আকাশ, দেশদেশান্তর ও স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ বই দুটি প্রকাশ করবে জিনিয়াস পাবলিকেশন্স। ফকীর আলমগীর বলেন, অনেক দিন থেকেই সঙ্গীত চর্চার পাশাপাশি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। দেশ, মা, মাটি, মুক্তিযুদ্ধ আমার লেখার বিষয়বস্তু। প্রতিবছরের মতো এই বছর আমার ভক্ত পাঠকদের জন্য নতুন বই উপহার দেয়ার চেষ্টা করেছি। কণ্ঠশিল্পী কনকচাঁপার প্রকাশিত হবে একটি কাব্যগ্রন্থ। তিনি জানান, এখনও বইটির নাম ও প্রকাশনী ঠিক হয়নি। বইটি মেলার দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসতে পারে বলে আশা করছি। কণ্ঠশিল্পী পুতুল জানান এবারের বইমেলাতে আসছে তার প্রথম কবিতার বই। পুতুল কাব্য উপক্রমণিকা নামের এই গ্রন্থটিতে ১২০টির মতো কবিতা স্থান পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুশে বই মেলায় তারকাদের গ্রন্থ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ