Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাওয়ার আশা

ভ্যাকসিন ক্রয়ে যথাসময়ে ইইউর উদ্যোগ না নেয়ার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস মোকাবিলায় টিকার অনুমোদন ও টিকা কেনার ক্ষেত্রে ঠিক সময়ে যথেষ্ট উদ্যোগ না নেয়ার অভিযোগে জর্জরিত ইউরোপীয় কমিশন। সদস্য দেশগুলো টিকা কেনা ও বণ্টনের যাবতীয় দায়-দায়িত্ব কমিশনের হাতে ছেড়ে দেয়ায় সেই চাপ আরও বেড়েছে। যথেষ্ট পরিমাণ টিকা হাতে না পাওয়ায় টিকাদান কর্মসূচি অত্যন্ত ধীর গতিতে চলছে। এদিকে করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ’ ইউরোপে সংকটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে ইইউ শীর্ষ নেতারা পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে টিকা উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন। পাকা চুক্তি, আগাম অর্থ ও প্রতিশ্রুতি সত্তে¡ও টিকা সরবরাহে বারবার ব্যর্থ হচ্ছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপে বিপুল পরিমাণ ভ্যাকসিন উৎপাদন হলেও তার সিংহভাগ বাইরে পাঠিয়ে দিচ্ছে। অথচ ইউরোপের বাইরে থেকে টিকা আনার কোনও উদ্যোগ দেখাচ্ছে না। ইইউ শীর্ষ নেতারা কোম্পানির এমন আচরণের ফলে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে ভ্যাকসিন রফতানির প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নকে যথেষ্ট টিকা সরবরাহ না করলে অ্যাস্ট্রাজেনেকা টিকার রফতানি বন্ধ রাখা হবে। উল্লেখ্য, চুক্তি অনুযায়ী জুন মাসের শেষের মধ্যে এই কোম্পানিকে ৩০ কোটি টিকা সরবরাহ করতে হবে। অথচ ইইউ এখনও পর্যন্ত মাত্র ১০ কোটি টিকা হাতে পেয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, কমিশনকে বোঝাতে হবে যে ইউরোপের নাগরিকরা টিকার ন্যায্য ভাগ পাচ্ছেন। ভ্যাকসিন রফতানির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবকে কেন্দ্র করে ইইউ সামগ্রিকভাবে দোটানায় রয়েছে। অনেক নেতা আশা করছেন, হুমকির ফলেই কাজ হবে। বাস্তবে এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করতে হবে না। অ্যাস্ট্রাজেনেকা যেভাবে যুক্তরাজ্যের প্রতি ‘পক্ষপাত› দেখিয়ে একতরফাভাবে দেশটিতে ভ্যাকসিন রফতানি করে চলেছে, সেই পথ বন্ধের বিষয়ে একমত হয়েছেন ইইউ নেতারা। যুক্তরাজ্য ইইউ-তে উৎপাদিত দুই কোটি ১০ লাখ টিকা পেলেও ব্রিটেন থেকে এক ডোজ ভ্যাকসিনও ইউরোপে না যাওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। বুধবার দুই পক্ষই সব নাগরিকের কল্যাণে বিরোধ মেটানোর অঙ্গীকার করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, এবার ভালো মানুষির দিন শেষ। এদিকে এ বছরের প্রথম তিন মাসে করোনা টিকার ব্যাপক ঘাটতির পর আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ইইউ। বায়োনটেক-ফাইজার ২০ কোটি, মডার্না সাড়ে তিন কোটি এবং জনসন অ্যান্ড জনসন সাড়ে পাঁচ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে। এখন এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। টিকা সরবরাহ বাড়ানো এবং সদস্য দেশগুলোতে টিকার ন্যায্য বণ্টন নিশ্চিতে বদ্ধপরিকর ইউরোপীয় ইউনিয়ন। ডিডব্লিউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ