পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শনিবার দেশে করোনাভাইরাসে ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা অবধি ২৪ ঘণ্টায় মৃত্যুর এই সংখ্যা চলতি মাসের শুরুর দিকের দৈনিক মৃত্যুর অর্ধেকেরও কম।
গত ১ মে দেশে করোনায় ৬০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের দিনে মৃত্যুর এই সংখ্যা বিগত কয়েক দিনের তুলনায়ও বেশ কম। গতকাল শুক্রবার আগের ২৪ ঘণ্টায় ২৬ জন এবং বৃহস্পতিবার আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬১ জনের। এই সংখ্যাও কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম। তবে ঈদের দিনে কমেছে নমুনা পরীক্ষাও। ঈদের দুদিন আগে অর্থাৎ বুধবার যেখানে ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে ঈদের দিন নমুনা পরীক্ষা হয়েছে মাত্র তিন হাজার ৭৫৮ জনের। পরীক্ষা কমেছিল তার আগের দিনও, সেদিন ৭ হাজার ৮৩৫টি নমুনা পরীক্ষা হয়।
নমুনা পরীক্ষা কমায় ওই দিন শনাক্তও কমেছিল, ৮৪৮ জন। গত ৮ মার্চের পর এই প্রথম দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে নেমেছিল। আর ঈদের দিন পরীক্ষা আরো কমায় শনাক্ত নেমে এল মাত্র বিগত এক বছরের মধ্যে সর্বনিম্নে। আগের দিন শনাক্তের হার বাড়লেও ঈদের দিন তাও কমেছে। শুক্রবার যেখানে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ জানানো হয়েছিল, সেখানে আজ শনিবারের বুলেটিনে তা কমে ৬ দশমিক ৯৫ শতাংশ হয়েছে। এই হার কয়েক দিনের মধ্যে কম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।