Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গারা পুড়া মাটিতে এখনো হারানো সম্পদ খোঁজছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৫:০৫ পিএম | আপডেট : ৫:৪১ পিএম, ২৭ মার্চ, ২০২১
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পোড়ামাটিতে এখনো তাদের হারানো সহায় সম্পদ খোঁজছে রোহিঙ্গারা। 
 
গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে  ৪৫ হাজার পরিবারের ১০ সহস্রাধিক শেড। এতে নিগৃহীত হয় লক্ষাধিক রোহিঙ্গা। 
 
আজ ৬ দিন পরেও দেখাগেছে ক্যাম্প ৯ এর বলিবাজার খ্যাত বাজারের পুড়ে যাওয়া স্থানে রোহিঙ্গা নারী শিশু পুরুষ পুড়া মাটিতে ছাই নাড়াচারা করে কি যেন খোঁজছে।
 
এসময় এই প্রতিবেদকের কথা হয় কয়েকজনের সাথে। পুড়ামাটির ছাই নাড়াচাড়া করে কি খোঁজতেছে জানতে চাইলে তারা হতাশার দৃষ্টিতে তাকিয়ে বলেন কিছুনা।
 
তবে কেউ কেউ বলেন ওই বাজারে বড় বড় স্বর্ণের দোকান ছিল। এগুলো অগ্নিকাণ্ডের সময় পুড়ে ছাই হয়ে যায়। ওই ছাইয়ের মাঝে তারা স্বর্ণ খোঁজছিল।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ