বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘ফেসবুক’ শিরোনামের সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধলেন চিত্রনায়ক শিপন ও চিত্রনায়িকা হুমায়রা ফারিন। আর এ ছবিটি পরিচালনা করেছেন সেলিম আজম। শাপলা মিডিয়া ব্যানারে নির্মিত হচ্ছে ‘ফেসবুক’ সিনেমাটি। ইতিমধ্যে নারায়ণগঞ্জ শুরু হয়েছে এ সিনেমার দৃশ্যধারণের কাজ।
‘ধ্যাৎতেরিকি’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে রুপালি পর্দায় অভিষেক হয় হুমায়রা ফারিন খানের। ছবিটিতে তিনি চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটির পর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে। জানা যায়, পারিবারিক ও পড়াশোনার কারণে নিজেকে সিনেমা থেকে সরিয়ে রেখেছেন ফারিন। তিন বছরের সেই বিরতি কাটিয়ে তিনি আবারো ফিরছেন ফারিন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা।
ফারিন বলেন, ‘ফেসবুক’ সিনেমার গল্প ও আমার চরিত্র সম্পূর্ণ ভিন্ন। দারুণ একটি গল্পে অভিনয় করেছি। ‘ধ্যাৎতেরিকি’ দর্শক আমাকে গ্ল্যামার লুকে দেখেন। আর ‘ফেসবুক’ একদম সাদামাটা লুকে দেখবেন। তবে গল্পে টুইস্ট বাকিটা দর্শক সিনেমা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
অন্যদিকে, চিত্রনায়ক শিপন মিত্র ‘দেশা- দ্য লিডার’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে দর্শক পরিচিতি পান। এছাড়া মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। শিপন বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি একটু ভিন্ন। গল্পটা শুনে খুব পছন্দ হয়েছে। দর্শকের উপভোগ করার মতো একটি সিনেমা হবে এটি আশা করি।
শাপলা মিডিয়া ব্যানারে ‘ফেসবুক’ সিনেমাটি প্রযোজনা করেছে সেলিম খান। চলতি বছরে মুক্তি পাবে সিনেমাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।