Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ গেমসে কোরিয়ান পদক

মশাল প্রজ্জ্বলন পেছালো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সবকিছু ঠিক থাকলে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরের খেলা। এবার ৩১ ডিসিপ্লিনে খেলবেন ৫ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ। এবারের বাংলাদেশ গেমসে ক্রীড়াবিদরা ৩৭৮টি করে স্বর্ণ ও রৌপ্য এবং ৫১৫টি ব্রোঞ্জপদকের জন্য লড়বেন। গেমসে মোট ৩৭৮টি ইভেন্টে পদক দেয়া হবে ১২৭১টি। এর আগের বাংলাদেশ গেমস ও যুব গেমসে চীন থেকে পদক আনা হলেও এবার থাকছে ভিন্নতা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিশেষ ব্যবস্থাপনায় তৈরী করে নবম বাংলাদেশ গেমসের পদক এনেছে দক্ষিণ কোরিয়া থেকে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনকে এবার বিওএ এড়িয়ে গেছে। এ প্রসঙ্গে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গতকাল বলেন, ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে আমরা ক্রীড়াবিদদের দক্ষিণ কোরিয়ার তৈরী পদক দিচ্ছি। বিশেষ ব্যবস্থাপনায় এসব পদক তৈরী হয়েছে। ইতোমধ্যে গেমসের ক্রিকেট ডিসিপ্লিনে মেয়েদের দক্ষিণ কোরিয়ার তৈরী পদক দেয়া হয়েছে। অন্য ডিসিপ্লিনের সেরা ক্রীড়াবিদরাও এই পদক পাবেন।’
এদিকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন একদিন পেছানো হয়েছে। নতুন দিনক্ষণ অনুযায়ী ৩১ মার্চ দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবারের বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন করবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
এরপর ১৮ জন ক্রীড়াবিদ বিভিন্ন স্থান থেকে মশাল ঢাকায় নিয়ে আসবেন। পরদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল জ্বালাবেন দেশসেরা অলিম্পিয়ান গলফার সিদ্দিকুর রহমান ও সাউথ এশিয়ান গেমসে জোড়া স্বর্ণজয়ী নারী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। মশাল প্রজ্জ্বলন পেছানোর কারণ হিসেবে বিওএ’র উপ-মহাসচিব ও গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘৩০ মার্চ শবে বরাতের জন্য সরকারী ছুটি। এছাড়া আরও কিছু কারণে মশাল প্রজ্জ্বলন একদিন পিছিয়ে ৩১ মার্চ করা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ