Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির আগমন ঘটনায় পুলিশী এ্যাকশনের বিরুদ্ধে সিলেটে প্রতিবাদ সমাবেশে আলেম উলামাদের হুশিয়ারী!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৭:৫৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আজ শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সংঘর্ষ হয়েছে সাথে মুসল্লিদের। চট্রগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ছাত্র ও এক পথচারী হয়েছেন নিহত। এ ঘটনায় আলেম-ওলামারা সিলেটে আজ শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন। নগরীর কোর্ট পয়েন্টে আজ বাদ আছর আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান।

সমাবেশে বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে আরও বলেন, মাদ্রাসা ছাত্রদের ইতিহাস যদি না জানেন তাহলে জেনে নেবেন আপনারা। ইংরেজ শাসন আমলে ওলামায়ে কেরামরা আন্দোলন করেছিলেন। সেজন্য একদিনে ১৪ হাজার ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়েছিল তারা। আজকের ঘটনার সঠিক বিচার না হয় তাহলে আগামি দিনে সিলেটে লক্ষ মানুষের সমাবেশ করে গড়ে তুলা হবে আন্দোলন সংগ্রাম। সমাবেশে বক্তারা আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন মুসল্লিরা। কিন্তু পুলিশ মুসল্লিদের উপর হামলা করে জাতীয় মসজিদকে অপবিত্রতাকে করেছে ভূলুন্ঠিত। রক্তে-রঞ্জিত করা হয়েছে মসজিদকে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজ জীবিত থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেভাবে ভারতের মুসলমানের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে তাকে সুযোগ দিতেন না বাংলাদেশে আমন্ত্রণের। গোটা বাংলাদেশকে কলুষিত করতে আনা হয়েছে মোদিকে। সমাবেশে বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন সিলেটের আলেম-ওলামারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। এছাড়া বক্তব্য রাখেন কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মুহাদ্দিস মাওলামা মমসাদ আহমদ, খেলাফত মজলিসের মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ