Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে ফুলে ফুলে শ্রদ্ধা!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৭:৩৪ পিএম

১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ পূর্ণ করল আজ পঞ্চাশ বছর। পঞ্চাশের বাংলাদেশ এখন দৃপ্ত পদক্ষেপে চলছে এগিয়ে। আজ মহান স্বাধীনতা আর জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ।

আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসের শুরু হয় এ শ্রদ্ধা নিবেদন। এসময় শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন সেই সব সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ফুল হাতে হাজারো মানুষ এসেছিলেন। এসময় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় বেদি ঢেকে যায় ফুলে ফুলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতা দিবসের দিনে প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক (ডিসি), জেলা পরিষদ প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক), সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, বন কর্মকর্তা, আর এফ আর কমান্ড্যান্ট, আনসার ভিডিপি, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, সিলেট চেম্বার প্রশাসক, সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাবের নেতারা অর্পণ করেন পুষ্পস্তবক।

এছাড়া শহীদ বেদীতে আরও পুষ্পার্ঘ্য অর্পণ করেন- জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, যুবলীগ জেলা ও মহানগর, ছাত্রলীগ, জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা ও মহানগর ছাত্রদল, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, জনতা পার্টি, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ