Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাল্লা ট্রাজেডি : সিলেটে লাল-সবুজ রং লাগিয়ে প্রতিবাদে সংহতি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৭:১৯ পিএম

দেয়ালে সাঁটানো সাদা ব্যানার। এক পাশে 'সাম্প্রদায়িকতা বিরোধী দেয়াল' লিখে ফাঁকা পুরোটা। এই ফাঁকা স্থানে কেউ দুই হাতে লাল ও সবুজ রং লাগিয়ে হাতের ছাপ বসাচ্ছেন। আজ শুক্রবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দিন সকালে ও বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এমন কর্মসূচি পালন করেছে 'আমরা একাত্তর' ও 'অঙ্গীকার বাংলাদেশ' নামক দুইটি সংগঠন। বিভিন্ন বয়সী ব্যক্তি থেকে শুরু করে দলমত নির্বিশেষে এ কর্মসূচিতে একাত্ম হয়ে জানান সংহতি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে ১৭ মার্চ সকালে ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়ার কথিত অভিযোগ তুলে পাশের চার গ্রামের মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। যদি পূর্ব শক্রতার প্রতিহিংসা চরিত্রার্থে কৌশলগত সুযোগ নিয়েছিল একটি স্থানীয় চক্র।

এ সময় গ্রামের বাড়িঘর ও মন্দির ভাঙ্গচুর এবং লুটপাট চালায়। এ ঘটনায় শাল্লা থানায় হয়েছে দুটি মামলা। পুলিশ এ পর্যন্ত গ্রেপ্তার করছে ৩৪ জনকে।

এ ঘটনার প্রতিবাদে আয়োজন করা হয়'সাম্প্রদায়কতা বিরোধী দেয়াল' কর্মসূচির। আয়োজকেরা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত শাবি ক্যাম্পাসে সাঁটানো দেয়ালে হাতের ছাপ দিয়ে সংহতি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকেলে পাঁচটা থেকে সন্ধা পর্যন্ত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচির দ্বিতীয় পর্বে একাত্ম হন সংস্কৃতিকর্মীরা। বিকেল পাঁচটায় হাতের ছাপ দিয়ে কর্মসূচির সূচনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সভাপতি মিশফাক আহমদ চৌধুরী। এরপর কর্মসূচির সমন্বয়ক ও শাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী প্রদান করেন হাতের ছাপ। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন সাম্প্রদায়িকতা বিরোধী দেয়াল নামের ব্যানারে তর ছাপ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে হাে সংহতি জানান। দেয়ালের এক পাশে রাখা ছিল লাল ও সবুজ রং। সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী বলেন, লাল সবুজের এই ছাপ শুধু একটি কর্মসূচি নয়, এটি মা-মাটিরই একটি নীরব প্রতিবাদ। আমরা সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ চাই। সকালে শাবির এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে এমনই প্রত্যয় ব্যক্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মসূচির সমন্বয়ক নাজিয়া চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনার ও বিশ্ববিদ্যালয়ে সাঁটানো দীর্ঘ ব্যানারে সহস্রাধিক ব্যক্তির হাতের ছাপ দিয়ে সংহতি জানিয়েছেন উল্øেখ করে কর্মসূচির সমন্বয়ক নাজিয়া চৌধুরী বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে শাল্লার ঘটনাটি আমাদের দারুণভাবে মর্মাহত করেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, এ জন্য এই দেয়ালে হাতের ছাপ কর্মসূচি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ