Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের পিছু ছাড়ছে না বিপদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৫:৫১ পিএম

বিপদ যেন রোহিঙ্গাদের পিছু ছাড়ছেনা। ২০১৭ সালে তাদের স্বদেশ মিয়ানমারের আরাকানে নজির বিহীন সেনা নির্যাতনে সহায় সম্পদ ফেলে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখেরও বশী রোহিঙ্গা।

বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দেয়। কিন্তু বিপদ যেন তাদের পিছু ছাড়ছেনা।

গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে পুড়ে প্রায় ১০ হাজার শেড। আগুনে পুড়ে নিহত হয় ১১ জনতরতাজা মানুষ। আহত হয় কয়েক হাজার রোহিঙ্গা। আশ্রয় হীন হয়ে পড়ে লক্ষাধিক রোহিঙ্গা।

শুক্রবার (২৬ মার্চ) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে গিয়ে দেখাগেছে তারা আবারো স্বপ্ন বুনছে। উঠে দাড়াঁতে চেষ্টা করছে। পুড়ে যাওয়া স্থানে আবারো গাচ বাঁশ দিয়ে বাসা বুনছে।

৯ নং ক্যাম্পের একজন মাঝি নুরুল ইসলাম জানান, মিয়ানমারে তারা সেনা নির্যাতনে নিগৃহীত হয়েছে। আর বাংলাদেশে দুর্ঘটনা অথবা শত্রুতার শিকার হয়ে আবারো স্বর্বস্ব হারিয়েছে। বিপদ যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ