মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ ও একশ মাদ্রাসা বন্ধের ঘোষণায় দেশটির মুসলিমদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।মানবাধিকার কর্মীরা মনে করছেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর চাপ সৃষ্টি করতেই দেশটির সরকার বোরকা নিষিদ্ধ ও ১শ মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে। -ডয়েচে ভেলে, তাইওয়ান নিউজ
২৭ বছর বয়সী গৃহবধূ আমেনা (ছদ্মনাম) ডয়েচে ভেলেকে জানায়, সরকারের এই সিদ্ধান্তে তিনি হতাশ। দিন দিন মুসলমানদের অবস্থা খারাপ হচ্ছে। সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি আরো জানান, আমরা পরিবার নিয়ে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তার স্বামী অন্য দেশে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন। দেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই দেশ ত্যাগ করবেন।
শ্রীলংকার মন্ত্রিপরিষদের মুখপাত্র রামবুকভেলা সাংবাদিকদের স্থায়ীভাবে বোরকা নিষিদ্ধের কথা বলেছেন। অবশ্য তিনি এও বলেছেন, এটা একটা স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে তাড়াহুড়া করা যাবে না। মুসলিম সংগঠনের নেতাদের সাথে পরামর্শ করে এই আইন কার্যকর করা হবে। বোরকা নিষিদ্ধ ও ১শ মাদরাসা বন্ধের ঘোষণার পর ইতোমধ্যে অনেক রাষ্ট্রই শ্রীলংকার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।