Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নরেন্দ্র মোদি ঢাকা আসছেন আজ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে তিনি ঢাকা আসছেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজধানী ঢাকা সেজেছে বর্ণিল সাজে। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বসানো হয়েছে তোরণ। সড়কের খুঁটি, ভবন ও দেয়ালে মোদির ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সড়কের সৌন্দর্যবর্ধক ভাস্কর্যগুলোতেও ফুলের সঙ্গে শোভা পাচ্ছে মোদির ছবি। বড় বড় করে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে, ‘স্বাগতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’। অন্যদিকে, নরেন্দ্র মোদির সফরের বিরোধীতা করে বিভিন্ন ইসলামি দলসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবারও ঢাকার মতিঝিলে মোদিবিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে দুদিন আগে থেকেই রাজধানীর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অনেক রাস্তা বন্ধ করে রাখায় রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। প্রচন্ড গরমে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে চারটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে সফর করেছেন। করোনার কারণে অনেক দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত না হয়ে পাঠিয়েছেন ভিডিও বার্তা।

১৭ থেকে ২৬ মার্চ ১০ দিনের অনুষ্ঠানে এর আগে বিদেশি নেতারা অংশ নিয়েছেন। শেষ দিনে আজ ২৬ মার্চ অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহান মুক্তিযুদ্ধের সহযোগী দেশ, প্রতিবেশী, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান-প্রদানের কারণে দুই দেশের সম্পর্ক সুগভীর। ফলে দেশটির প্রধানমন্ত্রীর কদরও একটু বেশি। তাই তাকে বরণে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদিকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেয়া হবে।

ঢাকায় পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন। বিকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামীকাল ২৭ মার্চ শনিবার ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও কাশিয়ানী উপজেলার মতুয়া স¤প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। ইতোমধ্যে সেখানেও তাকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শ্রীধাম ওড়াকান্দিতে উলু ও শঙ্খধ্বনি দিয়ে এবং ডঙ্কা ও কাঁসা বাজিয়ে মতুয়া ধর্মাবলম্বীরা নরেন্দ্র মোদিকে বরণ করবেন বলে জানা গেছে।

একই দিন সাতক্ষীরায় হিন্দু মন্দিরও পরিদর্শন করবেন মোদি। এছাড়া বাংলাদেশ সফরে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ সফরে বাংলাদেশের সঙ্গে অনেকগুলো চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা অন্যতম। তবে মোদির এই সফরে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা থাকছে না বলে আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এদিকে, নরেন্দ্র মোদির বাংলাদেশে সফর উপলক্ষে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এ সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং দুই দেশের নাগরিকদের যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। ২৭ তারিখ রাতে বাংলাদেশ ত্যাগ করবেন নরেন্দ্র মোদি।

 

 



 

Show all comments
  • Mi Didar ২৬ মার্চ, ২০২১, ২:৩৬ এএম says : 0
    সরকারের ঘুম হারাম হয়ে গেছে, খুনী মোদীর বিরুদ্ধে আন্দোলন কখন না সরকার বিরোধী আন্দোলনে্র চরম রূপ নেয়।
    Total Reply(1) Reply
    • প্রবাসী-একজন ২৬ মার্চ, ২০২১, ৯:১১ এএম says : 0
      মোটেও না; সরকারের আছে মাস্তান বাহিনী, মানে ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি। এ ছাড়া রয়েছে তাবেদার পুলিশ, র্যাব আরো কত কি। এদের দিয়ে সব ঠান্ডা করে ফেলবে। তারপর মোদিকে নিয়ে ফুর্তি করবে।
  • Md.Rana Gazi ২৬ মার্চ, ২০২১, ২:৩৬ এএম says : 0
    এবার যদি আসে মোদি হারাতে হবে গদি
    Total Reply(0) Reply
  • HeavyBusy Toshon ২৬ মার্চ, ২০২১, ২:৩৬ এএম says : 0
    ৯০% মানুষ এ সরকার চায় না।সর্বস্তরের মানুষদের সাহস করে রাস্তায় নেমে আসতে হবে, তবেই হবে পতনের মূল কারণ।
    Total Reply(0) Reply
  • Md Alamger ২৬ মার্চ, ২০২১, ২:৩৭ এএম says : 0
    বাংলাদেশের লাখো পথশিশু অনাহারে বিবস্র দিন কাটাচ্ছেন কোটি কোটি খরচা করছে মোদি আনার জিদ করতেছে এটাই হয় তো সরকার পতনে মূল কারন হতে পারে
    Total Reply(0) Reply
  • Nur hossain ২৬ মার্চ, ২০২১, ২:৩৭ এএম says : 0
    মোদির হাতে রক্ত, লড়াই হবে শক্ত। হঠাও মোদি বাঁচাও দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Md Faisal Ahmed ২৬ মার্চ, ২০২১, ২:৩৭ এএম says : 0
    সাম্প্রদায়িক সরকার চায় সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশ এনে মুসলিম উম্মাহর কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিতে।
    Total Reply(0) Reply
  • কৃৃষ্ণ পদ রায় ২৬ মার্চ, ২০২১, ১২:১৫ পিএম says : 0
    আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ - ও প্রবাসে বসবাসরত সবাইকে শুভেচ্ছা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী মহোদয়ের কাছে আমাদের অনেক প্রত্যাশা ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ