Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির সফরবিরোধী আন্দোলনে সম্পর্কে প্রভাব ফেলবে না

ডিএনসিসির অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। তার এই সফরের বিরোধিতা করে কয়েকটি সংগঠন আন্দোলন করছে। যা দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না।

তিনি বলেন, নরেন্দ্র মোদীর সফর নিয়ে দুই দেশের সাধারণ জনগণ খুবই খুশি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান-২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ড. মোমেন বলেন, মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। দুই দেশের সম্পর্কে সেটির কোনও প্রভাব পড়বে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের পাঁচটিরও বেশি সমঝোতা স্মারক সই হবে। তিস্তা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছেন, দেশ হিসেবে আমরা দুই দেশই ঐকমত্য যে, এই তিস্তার অ্যাগ্রিমেন্ট হবে। কিন্তু এখন তাদের অভ্যন্তরীণ কারণে আমরা এখনও সেটার বাস্তবায়ন পাইনি। ওরা আমাদের ডেলিভারি করতে পারেনি। তিনি বলেন, আমাদের তো বহু নদী ভারত থেকে এসেছে, প্রায় ৫৪টি নদী। আমরা ৬টা বড় বড় নদী নিয়ে আলোচনা করছি। তিস্তা নিয়ে খসড়া চুক্তির প্রতিটি পাতায় উভয় দেশ সই করে রেখেছে। কিন্তু জিনিসটি এখনও রাজনৈতিকভাবে সই হয়নি। আর ইমপ্লিমেন্ট হয়নি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে খসড়া পাতায় সই করা আছে ভারত সরকার কখনও তা ডিনাই করেনি এবং সবসময় বলেছে তিস্তা চুক্তিতে তারা একমত। কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে, তারা এখনও সেটা ডেলিভারি দিতে পারছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ