নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু কাপ নামে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী রোববার শুরু হয়ে ২ এপ্রিল শেষ হবে এই টুর্নামেন্টের খেলা। কাবাডির আন্তর্জাতিক এ আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলছে শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া। টুর্নামেন্টে অংশ নিতে প্রথম দল হিসেবে পোল্যান্ড গতকাল দুপুরে ঢাকায় এসেছে। ঢাকায় পৌঁছেই দলটি জানিয়েছে, বঙ্গবন্ধু কাপে বাংলাদেশই ফেবারিট।
বঙ্গবন্ধু কাপের পোল্যান্ড দলে আছেন ৬ জন নতুন খেলোয়াড়। তাদের পরখ করতেই পোল্যান্ডের এ আসরে অংশগ্রহণ। অধিনায়ক মাইকেল স্পিকো এই নতুন তরুণদের উপরই ভরসা রাখছেন। পাশাপাশি নিজেদের লক্ষ্যের কথা জানান তিনি। কাল স্পিকো বলেন, ‘তরুণ খেলোয়াড়রা ভালো করছে। আন্তর্জাতিক স্তরে তারা কী করতে পারে, সেটা এখন দেখতে হবে।’
তিনি যোগ করেন,‘বঙ্গবন্ধু কাপে স্বাগতিক বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আসরে ফেবারিট তারাই। তাদের অনেকের খেলা ভিডিওতে দেখেছি। আমি মনে করি, কোনোভাবেই তাদের অবহেলা করা যাবেনা। ফাইনালে তারাই খেলবে, তবে আমরাও ফাইনালে খেলতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।