Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাগেরহাটে কবুতর তুলতে নদীতে নেমে জাহাজ শ্রমিক নিখোঁজ

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৫:১৫ পিএম

বাগেরহাটে পোশা কবুতর তুলতে নদীতে নেমে রকিবুল ইসলাম লিমন (২৪) নামের এক জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জস্থ খাদ্য গুদাম ঘাটে নোঙ্গর করা এম ভি প্রগতি গ্রিনলাইন-১ নামক জাহাজ থেকে কবুতর উদ্ধার করতে ভৈরব নদীতে নামলে সে ডুবে যায়। নিখোজ লিমনকে উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল অভিযান শুরু করেছে।

নিখোঁজ লিমন মাগুরা জেলার লক্ষিপুরের কোরবান আলীর ছেলে।
জাহাজের চুকানি শিমুল বলেন, সকালে জাহাজের পোষা একটি কবুতর নদীতে পড়ে যায়। কবুতরটি উদ্ধারের জন্য লিমন নদীতে নামেন। এসময় প্রচন্ড স্রোতে সে ভেসে যায়। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌছানোর আগে সে ডুবে যায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামের এক শ্রমিক নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরী দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে গমবাহী কোস্টাল জাহাজটি ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌছায়। এখানে গম অপসারণের পরে জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ