Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিনে ৫০ হাজারেরও বেশি মানুষ শনাক্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৪:১০ পিএম

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৩,৪৭৬ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত অক্টোবরের পর ৫ মাসের ভেতর সর্বোচ্চ সংক্রমণ দেখলো দেশটি। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটির ২৫১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে
বৃহস্পতিবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটির ২৫১ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬০,৬৯২ জনে।
রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্তটি প্রায় ১১.৮ মিলিয়ন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে, গতকাল বুধবার দেশটিতে “ডাবল মিউট্যান্ট” নামে ভাইরাসটির নতুন একটি ধরন ধরা পড়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ