মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া এবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হয় বলে জানিয়েছে এবিসি নিউজ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম এ ধরনের পরীক্ষা করা হলো।
এদিকে জাপান সাগরে উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা ইউহাপ জানায়, স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়।
ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়েছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনএইচকে। জাপানের মন্ত্রিসভা সচিব ইউশিদে সুগা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৪০ মিনিট উড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ইশিহাইদি সুগা বৃহস্পতিবার বলেছেন, এ ধরনের পরীক্ষা তার দেশের ও এই অঞ্চলের নিরাপত্তার প্রতি হুমকি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রকে হুমকিস্বরূপ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। সূত্র : এবিসি, বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।