পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ভারতের সঙ্গে আমাদের শুধু আত্মার নয়, রক্তেরও সম্পর্ক আছে। গতকাল বুধবার সকালে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আ.লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে নয়, অস্ত্র দিয়েও সহযোগিতা করেছে। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। অথচ এক শ্রেণির লোক ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে আমাদের এ সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। হানিফ বলেন, ১৯৭১ সালের পরাজিত ধর্ম ব্যবসায়ীরা এখন সক্রিয় হয়ে নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আগত রাস্ট্রীয় অতিথিদের আগমন প্রতিহত করার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করতে তারা চাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যন্ত্রকৌশল বিভাগের ডীন ড. মো. কামরুজ্জামান ও প্রফেসর ড. মো. আসাদুজ্জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, গণিত বিভাগের প্রফেসর আবু নাঈম শেখ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।