বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বাঘায় দিন মোহাম্মদ দুখু নামের এক ব্যক্তির দেশি ছাগলের খামারে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। সেই আগুনে পুড়ে ৯টি ছাগল মারা গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কলিগ্রামে এই ঘটনা ঘটেছে। দিন মোহাম্মদ দুখু কলিগ্রামের মৃত এতিম আলীর ছেলে।
এ বিষয়ে বাঘা কলিগ্রামের আক্কাছ আলী বলেন, আগুনে পুড়ে ছাগল মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সে খুব কষ্ট করে বাড়ির পাশে ঘর তুলে দেশি ছাগলের একটি খামার দিয়েছে। এই ঘরে আগুন লেগে ৯টি ছাগল মারা গেছে।
ছাগলের খামারের মালিক দিন মোহাম্মদ দুখু বলেন, আমার খামারে রাতের আধারে ধরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ছাগলগুলোর মধ্যে তিনটি ছাগল দুই এক সপ্তাহের মধ্যে বাচ্চা প্রসব করবে। এতে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাঘা থানার পুলিশ পরিদর্শক আবদুল বারি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।