Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচকদের চোখে অস্কারে মনোনীত সেরা ৮ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১:০৪ পিএম | আপডেট : ১:২৫ পিএম, ২২ মার্চ, ২০২১

গত সপ্তাহে অস্কার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্র বিভাগে আটটি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছে। এর মধ্যে রয়েছে- ‘মিনারি’, ‘প্রমিসিং ইয়াং উওম্যান’, ‘ম্যাঙ্ক’ এবং ‘দ্য ফাদার’। চলচ্চিত্রের রেটিংকারী ওয়েবসাইট রটেন টম্যাটোজের উর্ধ্বক্রম রেটিংয়ে চলচ্চিত্রগুলোর সংক্ষিপ্ত বর্ণনা পত্রস্থ হল।

‘ম্যাঙ্ক’
পরিচালনা : ডেভিড ফিঞ্চার। নেটফ্লিক্স।
রটেন টম্যাটোজ : ৮৩% ফ্রেশ।
হলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার হারম্যান জে. ম্যাঙ্কেউইজের জীবন নিয়ে নির্মিত। ‘সিটিজেন কেইন’ ফিল্মের চিত্রনাট্য লেখাকালে অ্যালকোহলিজম সমস্যায় পড়েন হারম্যান। শেষে তিনি চিত্রনাট্য শেষ করতে সক্ষম হন, আর চলচ্চিত্রটিও কালে সর্বকালের সেরা চলচ্চিত্রের মর্যাদা লাভ করে।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ পরিচালনা (ফিঞ্চার), শ্রেষ্ঠ অভিনেতা (গ্যারি ওল্ডম্যান), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (অ্যামেন্ডা সাইফ্রিড), সেরা চিত্রগ্রহণ, সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত, সেরা কস্টিউম ডিজাইন, সেরা শিল্প নির্দেশনা, সেরা মেকআপ ও কেশসজ্জা, সেরা শব্দগ্রহণ।

‘প্রমিসিং ইয়াং উওম্যান’
পরিচালনা : এমারেল্ড ফেনেল। ফোকাস ফিচার।
রটেন টম্যাটোজ : ৯০% ফ্রেশ।
ধর্ষণের শিকার এক নারীর (ক্যারি মালিগ্যান) প্রতিশোধ নেবার কাহিনী।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ পরিচালক (ফেনেল), শ্রেষ্ঠ অভিনেত্রী (মালিগ্যান), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সম্পাদনা।

‘ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন’
পরিচালনা : অ্যারন সরকিন। নেটফ্লিক্স।
রটেন টম্যাটোজ : ৯০% ফ্রেশ।
১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের অভিযোগে সাতজন বিক্ষোভকারীর বিরুদ্ধে প্রহসনমূলক মামলার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত।
অন্যান্য মনোনয়ন :শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (সাশা ব্যারন কোয়েন) সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত।

‘নোমাডল্যান্ড’
পরিচালনা : ক্লোয়ি ঝাও। সার্চলাইট পিকচার্স।
রটেন টম্যাটোজ : ৯৪% ফ্রেশ।
১৯৩০ দশকের মহামন্দায় সর্বস্বান্ত হয়ে এক মার্কিন নারী (ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড) আমেরিকান ওয়েস্টে যাযাবর জীবনকে বেছে নেয়।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ পরিচালক (ঝাও), শ্রেষ্ঠ অভিনেত্রী (ম্যাকডরম্যান্ড), সেরা সংগৃহীত চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা চিত্রগ্রহণ।

‘সাউন্ড অফ মেটাল’
পরিচালনা :
রটেন টম্যাটোজ : ৯৬% ফ্রেশ।
শ্রবণ ক্ষমতা হারাবার পর হেভি মেটাল ড্রামার রুবেনের (রিজ আহমেদ) জগতটা আঁধারে ঢেকে যায়।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ অভিনেতা (আহমেদ), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (পল রেসি), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা শব্দগ্রহণ।

‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া’
পরিচালনা :
রটেন টম্যাটোজ : ৯৬% ফ্রেশ।
এফবিআই প্রধান এডগার জে. হুভারের নির্দেশে উইলিয়াম ও’নিলের (ল্যাকিথ স্ট্যানফিল্ড) ব্ল্যাক প্যান্থার পার্টিতে অনুপ্রবেশের বাস্তব কাহিনী।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ অভিনেতা (ড্যানিয়েল কালুইয়া), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (স্ট্যানফিল্ড), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চিত্রগ্রহণ, সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত।

‘মিনারি’
পরিচালনা : লি আইজাক চাঙ। এটোয়েন্টিফোর।
রটেন টম্যাটোজ : ৯৮% ফ্রেশ।
১৯৮০’র দশকে মার্কিন নাগরিক হবার স্বপ্ন নিয়ে এক কোরীয় পরিবারের আরক্যানসাতে খামার গড়ে তোলার হৃদয় ছোঁয়া গল্প।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ পরিচালক (চাঙ), শ্রেষ্ঠ অভিনেতা (স্টিভেন ইউন), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (ইউন ইউ-জাঙ), সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত।

দ্য ফাদার
পরিচালনা : ফ্লোরিয়ান জেলার। লায়ন্স গেট/ সোনি পিকচার্স ক্লাসিক্স
রটেন টম্যাটোজ : ৯৯% ফ্রেশ।
এক বৃদ্ধের (অ্যান্থনি হপকিন্স) কাহিনী যে স্মৃতিভ্রংশতার কারণে বাস্তবতার ওপর নিয়ন্ত্রণ হারায়, এই সময় তার কন্যা (অলিভিয়া কোলম্যান) তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানায়।
অন্যান্য মনোনয়ন : শ্রেষ্ঠ অভিনেতা (হপকিন্স), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (কোলম্যান), সেরা সংগৃহীত চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সম্পাদনা, সেরা শিল্প নির্দেশনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্কার

২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ