Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে কেটে ছোট করা হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০১ এএম

একেক মানুষ একেক গড়নে তৈরি। কেউ লম্বা তো কেউ খাটো। আর এই শরীরের আকার বা গড়ন নিয়ে অনেকেই ভোগেন হীনম্মন্যতায়। তেমনই এক নারী ক্যামিলা কোলম্যান ব্রæকস। পেশায় একজন মডেল। আমেরিকার নর্থ ক্যারোলিনার বাসিন্দা তিনি। মাথার আকার কিছুটা বড় ছিল তার। তা নিয়ে হীনম্মন্যতায় ভুগে প্রায় ১০ বছর ধরে নিজেকে একপ্রকার লুকিয়ে রেখেছিলেন তিনি। বাদ দিয়েছিলেন সব ধরনের সামাজিক অনুষ্ঠানাদি। তবে এবার তিনি অস্ত্রোপচারের মাধ্যমে নিজের মাথা তিন সেন্টিমিটার ছোট করে ফেলেছেন। ভাবছেন, এমনটাও আবার হয় নাকি! জানা গেছে, মার্কিন এই নারীর কপাল ৮.৫ সেন্টিমিটার চওড়া ছিল। অস্ত্রোপচারেরর মাধ্যমে সেটা তিন সেন্টিমিটার কমিয়ে ফেলেছেন তিনি। সাধারণত মার্কিন মহিলাদের মাথার উচ্চতা ৬ সেন্টিমিটার হয়ে থাকে। ওহিওর ক্লিভল্যান্ড শহরে একটি ক্লিনিকে এই অপারেশন করিয়েছেন তিনি। এতে তার খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা। দুই সন্তানের মা ক্যামিলা জানান, মাথার আকার কিছুটা বড় হওয়ায় ভীষণ হীনমন্যতায় ভুগতেন তিনি। এমনকী বড় আকারের মাথা হওয়ায় তাকে নিয়ে অনেকে ঠাট্টা-বিদ্রæপও করত। আর তাই ১০ বছর ধরে তিনি কোনও সামাজিক অনুষ্ঠানে যাননি। এদিকে চিকিৎসকরা জানান, আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর কেমিলার হেয়ারলাইন কপালের নিচের দিকে কিছুটা নামিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা। ফলে তার মাথা ৩ সেন্টিমিটার ছোট হয়েছে। মেট্রো অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ