Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাকসিনে কোনো হারাম উপাদান নেই : অ্যাস্ট্রাজেনেকার বিবৃতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ৭:৩৫ পিএম

ভ্যাকসিনে কোনো হারাম উপাদান নেই বলে জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এই অভিযোগ ওঠে। বলা হচ্ছিলো, অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে শুকরের অগ্নাশয় থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে। -আরব নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড
দেশটির আলেম কাউন্সিল থেকে এই অভিযোগ তোলা হয়। তবে রোববার এর বিরোধীতা করে বিবৃতি দিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। শুক্রবার এই অভিযোগ তুললেও ইন্দোনেশিয়ায় জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। রোববার এনিয়ে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়, এতে শুকরের কোনো উপাদান ব্যবহার করা হয়নি। মুসলিমদের জন্য এই ভ্যাকসিন শতভাগ হালাল। এনিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশিয়ার আলেম কাউন্সিল এবং দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ