Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১:৩৯ পিএম

কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট ও কোপাইলট দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। খবর আনাদোলুর।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানান, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়নের পর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর এটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, ২০০৬ সালেও সেখানে আরেকটি বিমান দুর্ঘটনায় তিন মন্ত্রী ও চার এমপিসহ ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ