মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানিতে মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের হার বেড়ে যাওয়ায় আবারো কড়াকড়ি আরোপের চাপ বাড়ছে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানিয়েছিলেন, প্রতি এক লাখে শনাক্তের হার ১০০ জনের বেশি হলে আবারো কড়াকড়ি আরোপ করা হবে। শুক্রবার দেশটিতে এক লাখে ৯৫.৬ জন শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
মার্কেল বলেন, অবস্থা দিন দিন কঠিন হয়ে উঠছে। আমাদের এখানে ভাইরাস সংক্রমণ বাড়ছে। তাই এর গতিরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশটির তরুণ জনগোষ্ঠীর মধ্যে দ্রুত সংক্রমণ বাড়ছে।
দ্বিতীয় ঢেউ চলে যাওয়ার পর কড়াকড়ি তুলে নেয়া হয়েছিল দেশটিতে। ধারণা করা হচ্ছে, এ কারণেই আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ।
এ অবস্থায় গত শুক্রবার ১৬টি প্রদেশের নেতাদের সঙ্গে বসেন মার্কেল। আগামী সোমবার তিনি আবারো বসবেন তাদের সঙ্গে। এদিনই লকডাউন কঠিন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।